স্ট্রোক ঠেকাবে স্মার্টফোন অ্যাপ!
অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করতে পারবে এমন নতুন এক মোবাইল অ্যাপ বানিয়েছেন গবেষকরা।
অ্যাট্রিয়াল ফিবরিলেশন হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন যার ফলে রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ড সম্পর্কিত অন্যান্য সমস্যা সৃষ্টি হয়। নতুন এই অ্যাপ এই অনিয়মিত হৃদস্পন্দন শনাক্ত করতে পারার ফলে এটি দিয়ে স্ট্রোক বা হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যাগুলো ঠিক সময়মতো ঠেকানো যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
স্ট্রোক ঠেকাতে সময়মতো অ্যাট্রিয়াল ফ্রিবরিলেশন শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষকেদের মধ্যে একজন ফিনল্যান্ড-এর টার্কু ইউনিভার্সিটি হসপিটাল-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জুহানি আইরাকসিনেন বলেন, “রোগীর চিকিৎসায় প্রকৃতপক্ষেই কাজে লাগানো যাবে এমন নির্ভরযোগ্য কিছুতে এই প্রথমবার সাধারণ ভোক্তা ইলেকট্রনিকস সাফল্য অর্জন করলো। অনেক সময় যখন ডাক্তারের কাছেও অনিয়মিত অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা যায় না তখন এই গবেষণায় আসা ফলাফল মনে রাখার মতো।”
গবেষকরা বলেন,বহু বছর ধরে অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা বিশ্বব্যাপী একটি মেডিকেল চ্যালেঞ্জ ছিল। কিন্তু সহজলভ্য সমাধানের অভাব ছিল।
সার্কুলেশন জার্নাল-এ প্রকাশিত এই গবেষণার জন্য গবেষকরা হৃদরোগের সমস্যার জন্য তিনশ’ রোগীকে নিয়ে গবেষণা করেছেন।
গবেষকরা অ্যাট্রিয়াল ফিবরিলেশন থাকা রোগীদের স্মার্টফোনের মাধ্যমে শনাক্ত করতে পেরেছেন।
ইউনিভার্সিটি অফ টারকু’র ডিপার্টমেন্ট অফ ফিউচার টেকনোলজিস-এ বানানো অ্যাপটি ৯৬ শতাংশ পর্যন্ত সঠিকভাবে অ্যাট্রিয়াল ফিবরিলেশন-এর রোগী শনাক্ত করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
Comments
Post a Comment